জীবন জ্ঞান
আপনি ভাল মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভাল ব্যবহার করবে ? এমনটা আশা করা ঠিক নয়।
"কারণ"
আপনি নিরামিষভোজী হলে কি কোন ষাঁড় আপনাকে তাড়া করবে না ?
শুধু তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন, যাদের দ্বারা আপনার জীবনের গন্তব্যস্থলে পৌঁছানো থেকে লক্ষভ্রষ্ট হবেন I
সব কিছু কখনোই আপনার ইচ্ছে মত হবে না। আপনি সব কিছু বদলাতেও পারবেন না। যখন বাইরের জগত আপনার বিপক্ষে থাকবে I তখন বাইরের জগত বদলাবার চেষ্টা না করে বদলাবার চেষ্টা করুন নিজের অন্তর্জগত।
মার্কিন লেখক "ডেল কার্নেগী" " বলেছিলেন '' মনে রাখবেন I
আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করেনা, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর।''
আপনার ভাল থাকা শুধুই আপনার মনের ইচ্ছের উপরে, আপনি নিজের ব্রেনে কেমন প্রোগ্রামিং করবেন ?
No comments