জীবনের কিছু ভুল ধারণা
মানুষ নিজেই নিজেকে সব সময় অসুখী মনে করে, তার সবচেয়ে বড় কারণ হল সর্বদা ব্যার্থতার হিসেব কষে I
যদি কেউ এক বার নিজের ব্রেনের মধ্যে এই কথাটা প্রোগ্রামিং করে নিতে পারে I
যে সৃষ্টিকর্তার দেয়া আমার জীবনটাই এই পৃথিবীতে সর্বশ্রেষ্ট উপহার হিসেবে পাওয়া I বাকি সব কিছু তো চোঁখের ভেলকি মাত্র I
তবে এটা বিশ্বাস করেন যে, একজন মানুষ ও তার নিজের জীবন নিয়ে কখনো অসুখী হবে না I
জীবনে পাওয়া গুলো গণিতের মত করে হিসেব কষলে দেখা যাবে I না পাওয়ার দুঃখ গুলো পাওয়ার হিসেবের খাতায় ঢেকে গেছে I দুঃখ গুলো অনেক খুঁজে ও আর পাওয়া যাবে না I
একটা মানুষের সুস্থ দেহের সুস্থতার কাছে সমগ্র পৃথিবীর সুখ তুচ্ছ I
প্রার্থনা করুন সৃষ্টিকর্তার কাছে, হে করুণাময় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখনো সুস্থ আছি তার জন্য শুকরিয়া আদায় করছি
No comments