Header Ads

  • THE COVER

    জীবনের কিছু ভুল ধারণা


                                                                                                                                                      

    মানুষ নিজেই নিজেকে সব সময় অসুখী মনে করে, তার সবচেয়ে বড় কারণ হল সর্বদা ব্যার্থতার হিসেব কষে I
    যদি কেউ এক বার নিজের ব্রেনের মধ্যে এই কথাটা প্রোগ্রামিং করে নিতে পারে I

    যে সৃষ্টিকর্তার দেয়া আমার জীবনটাই এই পৃথিবীতে সর্বশ্রেষ্ট উপহার হিসেবে পাওয়া I বাকি সব কিছু তো চোঁখের ভেলকি মাত্র I

    তবে এটা বিশ্বাস করেন যে, একজন মানুষ ও তার নিজের জীবন নিয়ে কখনো অসুখী হবে না I


    জীবনে পাওয়া গুলো গণিতের মত করে হিসেব কষলে দেখা যাবে I না পাওয়ার দুঃখ গুলো পাওয়ার হিসেবের খাতায় ঢেকে গেছে I দুঃখ গুলো অনেক খুঁজে ও আর পাওয়া যাবে না I

    একটা মানুষের সুস্থ দেহের সুস্থতার কাছে সমগ্র পৃথিবীর সুখ তুচ্ছ I

    প্রার্থনা করুন সৃষ্টিকর্তার কাছে, হে করুণাময় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখনো সুস্থ আছি তার জন্য শুকরিয়া আদায় করছি 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad

    ad728
    Powered by Blogger.