Header Ads

  • THE COVER

    জীবন থেকে নেয়া : বাস্তব জীবনের “খুব ছোট” একটা গল্প...

                      জীবন থেকে নেয়া :
         বাস্তব জীবনের “খুব ছোট” একটা গল্প...

    রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম এতটাই রেগেছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি।
    বাইকই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার সখ কেন.? হঠাৎ মনে হল পায়ে খুব লাগছে।
    জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে। পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম।
    এবার পাটা ভিজে ভিজে লাগল। দেখি পুরো রাস্তাটায় জল।পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাসস্ট্যান্ডে এসে শুনলাম একঘন্টা পর বাস। অগত্যা বসে রইলাম। হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এটায় কাউকে হাত দিতে দেয় না। মাকেও না।
    এখন দেখি কত সাইড করেছে।খুলতেই তিনটে কাগজের টুকরো বেরুল। প্রথমটায় লেখা "ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন"।
    কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে।দ্বিতীয়টা একটা ডা: প্রেসক্রিপশন। লেখা "নতুন জুতো ব্যবহার করবেন"।নতুন জুতো। মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলত বাবার উত্তর-ছিল "আরে এটা এখনও ছ'মাস চলবে"। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। "পুরানো স্কুটার বদলে নতুন বাইক নিন" লেখা শোরুমের কাগজ।
    বাবার স্কুটার!!
    বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড়াতে লাগালাম। এখন আর জুতোটা পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়। একদৌড়ে সেই শোরুমটায়। দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে।আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম "বাবা আমার বাইক চাইনা। তুমি তোমার নতুন জুতো আগে কেন বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে।"
    "মা" হল এমন একটা ব্যাঙ্ক, যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি।
    আর "বাবা" হল এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি।
    [ভাল লাগলে জানাবে]

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad

    ad728
    Powered by Blogger.