"GOD is preparing us"তার এই গভীর বিশ্বাসটা আমাকে খুব স্পর্শ করেছে
কিছু বিষয় আছে যেগুলো ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। কত কঠিন সময় যে মানুষের জীবনে আসে, যার শতভাগের একভাগ অন্য কোন মানুষ অনুভব করতে পারবে না, কেবল যিনি ভুগছেন, তিনিই বুঝেন। তখন সদ্য মাধ্যমিক পাশ করেছি, একটা ইংরেজি ম্যাগাজিনে 'মায়ের লেখা সন্তানের প্রতি চিঠিতে' একটা লাইন লেখা ছিলো, "Fiction ends where fact begins", যা আমার সেই কিশোর হৃদয়ে দাগ কেটেছিলো। বাল্যজীবনে আর কৈশোর জীবনে আমি অজস্র গল্প-উপন্যাসে ডুব দিয়ে থেকেছি, তারুণ্যে আর যৌবনের উপলব্ধিগুলো আমাকে শিখিয়েছে, আমাদের একটা জীবন কখনো গল্প-উপন্যাস, পত্রিকার টুকরো ঘটনা বা অভিজ্ঞতার সাথে কখনই মিলে না, অন্য কোন মানুষও তা উপলব্ধি করতে পারবে না। এই একেকটা মানুষের গোটা বিষয়গুলোর একমাত্র সাক্ষী যিনি, তিনিই পারবেন সত্যিকারের সঠিক পুরষ্কার দিতে, শাস্তি দিতে, ভালোবাসা দিতে...
আমাদের সবার জীবনগুলো আলাদা। কিন্তু আল্লাহ আমাদের জীবনের সবকিছুর খবর রাখেন। আমাদের প্রতিটি জীবন অন্যদের জীবনকে প্রভাবিত করে। 'হুদাহুদি' কিছু হয় না, আল্লাহ হয়ত চারপাশের অনেক কিছুকেই আমাদের হিদায়াতের জন্য পাঠাচ্ছেন; আমাদের শোকরকারী হিসেবে, ইস্তিগফারকারী হিসেবে আল্লাহর দিকে ফিরে মু'মিন ও মুজাহিদে পরিণত হবার জন্য নিদর্শন হিসেবে পাঠাচ্ছেন, আমরা টের পাচ্ছিনা। তবে, আল্লাহর জন্য করা প্রতিটি কষ্টমাখা নিঃশ্বাসেরও প্রতিদান আল্লাহ আমাদের দিবেন। আমাদের হারানোর কিছু নেই।
ইদানিং কিছু অভিজ্ঞতা থেকে সেই কথাই মনে হয় বারবার--চলমান সময় যত কষ্টেরই হোক, পরবর্তীতে যদি সাফল্য পাওয়া যায়, তখন আগের কষ্টের কথা মনে থাকে না। দুনিয়ার কষ্টগুলোর বিনিময় যেদিন আল্লাহ 'ডানহাতে আমলনামা' উপহার দিবেন, আমাদের যন্ত্রণাগুলোর কথা আর মনে থাকবে না। তাইতো আমাদের হারানোর কিছু নেই, সবই প্রাপ্তি... প্রতিটি আত্মাছেঁড়া কষ্ট, শারীরিক যন্ত্রণা, আর্থিক অভাব --আল্লাহর জন্য সবর করলে বিনিময় হবেই। তাছাড়া, আল্লাহর সাহায্য তো অতি নিকটেই...
No comments