এই জীবনটা বড়ই কঠিণ । যা কখনও কখনও
বাস্তবতাকেও মেনে নিতে চায় না | আর বাস্তবতা সেটা তো জীবনকেই মানিয়ে চলে।
- বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বত হওয়া উত্তম
- যদি কখনো মনে অহংকার আসা শুরু করে,তাহলে কবরস্থান ঘুরে আস৷ ওখানে তোমার থেকে বুদ্ধিমান,শক্তিশালী,ও সুন্দর মানুষ গুলো ঘুমিয়ে আছে৷৷৷
- আমার সরলতা,আমার বিশ্বাস,এবং আমার ভালোবাসার দাম আমি পেয়েছি।
- আমাকে কেউ আর মানবিকতা শেখাবেন না ।
- আমি ইতিমধ্যেই মনুষ্যত্বের পচনে নিজের অস্তিত্ব হারাতে বসেছি ।
- জাহান্নামের আগুনে বসিয়াও আমি হাসি পুষ্পের হাসি।
- আজ আমার মৃত্যের শহরে বসবাস ।
- চারদিক ঘিরে আছে অসংখ্য জীবন্ত লাশ ।
- তারা বেঁচে আছে কিন্তু তাদের মনুষ্যত্ব বেঁচে নেই ।
- আর যাদের মনুষ্যত্ব আছে তারাই মানুষ সেই ।
- পিছনে ফিরে তাকানো হলো আবেগ ।
- সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা ।
No comments