Saturday, July 19.

Header Ads

এক ও অপরের প্রতি ধারণা

eavesdrop

রেগে যাওয়া ও মাতাল মানুষটা তার নিজের অজান্তেই চরম সত্যি কথা গুলো বলে ফেলে I
তীব্র ভাবে রেগে যাওয়া মানুষটা আর ঘোর মাতাল মানুষটা বক বক করে অনেক কিছু বলে যাওয়ার সময়, তাকে একটু খোঁচা মেরে দেখেনI
আপনার জন্য তার মনের মধ্যে কি ধরণের ক্ষতিকর ভাবনা জমিয়ে রেখেছে I অনেক গুলো কথার মধ্যে তার মনে পুষে রাখা, দু-চারটা সত্য কথা বলে ফেলবে I
যেই ভাবনা গুলা অনেক দিন ধরে কাজে পরিণত করতে পারে নাই I ঐ যন্ত্রনায় সত্যি কথা গুলো ভিতর থেকে বের হয়ে আসবে I ঐ সব কথা গুলো থেকে দু-চারটা কথা নোট করে রাখবেন I
যেই মানুষ গুলো আপনার জন্য ক্ষতিকর,তাদের হাত থেকে ভবিষৎ জীবনে কিছুটা হলে ও নিরাপদে থাকবেন I

প্রতিটা মানুষের কোন না কোন প্রতিভা থাকে, খুঁজে বের করে মনে সাহস রেখে সামনে এগিয়ে যান I
"মনে রাখবেন"
কঠোর পরিশ্রম প্রতিভাকে পরাজিত করে, যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না।

No comments

Post Top Ad

Post Bottom Ad

Powered by Blogger.