এ কেমন বিচার ?
পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় তখন মনে হয়, যখন দেখি ছোট ছোট শিশুরা ও ধর্ষকের হাত থেকে রক্ষা পাচ্ছে না I
আফসোস একটাই আমাদের দেশের নারীরা আজও সকালে ঘুম থেকে উঠে এই ভাবনা নিয়ে বাসা থেকে বের হয়, না জানি কোন জানোয়ার আজকে আমার মনে ভয় জাগায় I আমরা স্বাধীন দেশে বাস করলে ও আমাদের দেশের নারীরা পরাধীন দেশে বাস করে I
এ কেমন বিচার ?
এই লজ্জা কার ? আমার আপনার সবার, কারণ আমরাই কেউ না কেউ এই ধর্ষকের বাবা মা ভাই বোন, আমাদের সন্তান যখন ধর্ষণ জাতীয় জঘন্য কাজটি করে I তখন আমরা এটাই ভাবি যে সে ধর্ষণ করেছে তাতে কি হয়েছে ? যা করে বাহিরে ই তো করে, ঘরে তো আর করে না I
সৃষ্টির মালিকের বিচার যদি সত্যি হয়ে থাকে, দেখবেন আপনার এই জন্ম দেয়া ধর্ষক ছেলে, আপনার ঘরেই একদিন ডাকাতি করবে, সেদিনের এই নির্মাতা দেখার জন্য প্রস্তুত হয়ে যান I
সেদিন আপনি হয়ত চাইবেন মাটি ফাক করে তার ভিতরে আশ্রয় নিতে, কিন্তু বিশ্বাস করেন তখন মাটি ও আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিবে I আপনাকে এই নির্মমতা নীরবে হজম করতে হবে, চাইলে ও বমি করে ফেলতে পারবেন না I
সন্তান জন্ম দেয়ার পরে তাকে মানুষের মত অমানুষ না করে, মানুষের চরিত্রের গুণাবলী দিন, নারীদের সম্মান করা শিখান, কারণ আজকের শিশুটি বড় হয়ে একদিন মেয়ে হবে, তার পরে কারো বউ হবে, তার কিছুটা সময় পরে একদিন কারো না কারো মা হবে I
পৃথিবীতে মা জাতিকে লাঞ্চিত করার কারো অধিকার নাই I কেন জানি মনে হয়, এই ধর্ষকদের নির্যাতন এই ভাবে চলতে থাকলে, দেখবেন মাযেরা একদিন সন্তান গর্ভে ধারণ করে বন্ধ করে দিবে, এই ভেবে যেই সন্তান মা জাতিকে সম্মান দিতে জানে না I সেই সব সন্তানের মা হবার চেয়ে নিঃসন্তান হয়ে বেচে থাক ও ভাল I
আমি বিশ্বাস করি, মোটা চিকন, সুন্দরী ও কুৎচিত, এমনকি সতী ও অসতী প্রতিটা নারীই সম্মান পাবার যোগ্য I
পৃথিবীর সকল মা দের প্রতি আমার হাজার ও সালাম, তোমাদের কারণে আমরা এই সুন্দর পৃথিবীর মুখ দেখতে পেয়েছি I
No comments