Header Ads

  • THE COVER

    আমাদের বাস্তবতা


    এই নিষ্ঠুর পৃথিবীর মানুষ তোমাকে কখনই ভাল থাকতে দিবে না I তোমার নিজের ভাল থাকা নিজের কাছে রাখো, অন্যের হাতে তুলে দিও না I টিভির রিমোর্ট যখন যার কাছে থাকে, টিভির চ্যানেল গুলো সব তার নিয়ন্ত্রণে চলে যায় I
    তেমনি তুমি কখনই তোমার ভালো থাকাকে অন্যের কাছে বিলীন করে দিবে না, কারণ পৃথিবীতে অজস্র খেলনা থাকতে ও মানুষ কেন জানি শুধু মানুষকে নিয়ে খেলতে ভীষণ ভালবাসে I
    এখন প্রশ্ন করতে পারো আমি কি ভাবে আমার ভালো থাকা নিজের কাছে ধরে রাখবো, মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে অন্যের কাছ থেকে শুনা কথা, কেউ একজনকে বললো তুমি খারাপ, তখন তোমার মনের মাঝে খারাপ লাগে শুরু হয়ে গেল, আবার যখন কেউ বললো তুমি ভালো, তোমার মনের মাঝে ভালো লাগা উপচে পরতে শুরু করবে I তোমার এই ভালো ও মন্দ লাগায় তুমি নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিলে I
    কেউ একজন এসে বললো তোমার কাছের এই কাজটা করেছে, তুমি নিজে যাচাই বাছাই না করে মনে মনে একটা নেগেটিভ ধারণা করে ফেললে I কিন্তু মানুষটা সত্যি কি ভালো না খারাপ তা নিজে না বুঝে না জেনে না দেখে, অন্যের কথায় মানুষটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে, মনে মনে একটা মন্তব্যের রায় ও নিশ্চিত করে ফেলে I
    অথচ মানুষটা জানতেই পারলো না আদো তার অপরাধ কি ? সে কি সত্যি সেই অপরাধে অপরাধী কি না ?
    কোন একদিন হয়তো এই মানুষটা তোমার বিপদে পাশে ছিল, এই মানুষটা তোমায় প্রতিদিন মনে মনে হলে ও খেয়াল করতো, সে কেমন আছে, সে ভালো আছে কি ? সে কি করছে ?
    সাইকোলজি বলে, প্রতিটা মানুষের মনে ভালোবাসা ও বিশ্বাসে ভরা একটা করে ট্যাংক থাকে, যখন কোন ভুল বুঝার কারণ, দুজন মানুষের মধ্যে ভালোবাসার ট্যাংক খালি হতে থাকে, তখন দুজন মানুষ দুজনার জন্য যেই বিশ্বাসে ভরা ট্যাংক গুলো থাকে, ধীরে ধীরে তা ও কমতে থাকে I সেখানে অবিশ্বাস এসে বাসা বাঁধতে থাকে I
    যতক্ষণ থাকিবে তোমার নিঃশ্বাস হারাবে না প্রিয়জনদের প্রতি বিশ্বাস, তবে তুমি কাঁদবে সারা জীবন বুকে নিয়ে এক রাস অবিশ্বাস I
    বিঃদ্রঃ - যদি এই পেজার লিখা গুলো আপনাদের জীবনে এতটুকু কাজে আসে তবেই লেখকের স্বার্থকতা I ভালো লাগলে শেয়ার করবেন, আর পেজ following অপশনে ক্লিক করে see first করতে ভুলবেন না I

    1 comment:

    Post Top Ad

    Post Bottom Ad

    ad728
    Powered by Blogger.