মানব বৈষম্য
মানুষকে সর্বদাসত্য মানুষ বলে বিবেচনা করেছি. কোন বৈষম্যের চোখে দেখিনি.
হোক মুসলিম কিংবা অমুসলিম,
ধনী কিংবা গরীব,
সাদা কিংবা কালো,
শিক্ষিত কিংবা মুর্খ,
স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উদার চিত্তে মানবতা ত্যাগ সহনশীলতাকে সম্মুখে রেখে কর্মের মাধ্যমে ধর্মের পরিচয় দিতে সচেষ্ট থেকেছি, যার বিপরীতে আমাকে অনেকে নাস্তিক বলে থাকে. এটি ভুল আমি পুরোপুরি আস্তিক. ধর্মের নামে গোড়ামিকে স্পষ্ট করায় আমার প্রচেষ্টা, যাতে করে ধর্মের অপব্যবহার রোধ হয়.
No comments