বাস্তব উপাখ্যান
- নিঃশ্বাস ছেড়ে গেলে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস চলে গেলে হয় মনের মৃত্যু I
- কেউ এক বার বিশ্বাস ভাঙলে সুযোগ চেয়ে হয়ত দ্বিতীয় বার সুযোগ পায়, কিন্তু প্রথমবার বিশ্বাস ভেঙ্গে গেলে, দ্বিতীয় বার অবিশ্বাসী মনে সুযোগ দেয় I
- বিশ্বাস বার বার করা যায় না, নিঃস্বাস ও বার বার আসে না I এই দুটো জিনিস জীবনের জন্য ভীষণ প্রয়োজন I
- মৃত্যুই মানুষের জন্মের কারণ, অমর হইলে জন্ম শব্দটা আসতো না I
- যারা স্বার্থকে সবকিছুর উর্ধে রাখে, তারা সব কিছু পাবার পরে ও জন্মদাতা ও জন্মদাত্রীর জন্ম দেয়াকে প্রত্যেক্ষ অথবা পরোক্ষ ভাবে অস্বীকার করে থাকে I এযেন বাস্তবতার এক নির্মম কাহিনী, যা সমুদ্রের গভীরতার মতই একটু বেশি গভীর I
- যারা ভাল বুঝে তারা এর চেয়ে আরো বেশি ভাল আবিষ্কার করে, আর যারা ভাল কি সেটাই বুঝে না তাদের সামনে ভাল কিছু থাকলে ও সেটা দেখতে পায় না I
- মহাপুরুষ তিনিই যিনি তাঁর ভিতরের ছয়টি রিপু (কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাদক ) কে দমন করতে পারেন I এটা ভীষণ কঠিন কাজ কিন্তু অসম্ভব নয় I
- মন খুলে হাসলে- পৃথিবীর প্রতিটি মানুষকেই অসম্ভব সুন্দর দেখায় I
- বিবেকহীন আর চরিত্রহীন মানুষ দুটাই বিপদজনক।
- সবার কাছ থেকে এক রকম মূল্যায়ন প্রত্যাশা করো না, কারণ সবাই তার নিজ দৃষ্টিভঙ্গি থেকে অন্যকে বিবেচনা করে I
- সত্যি সব সময় সত্যি, যদি এক জন ও না বলে I মিথ্যা সব সময় মিথ্যা, যদি সবাই ও বলে I
- সত্যি সবসময় বাস্তবতার পরিপূরক I
- ছোট ছোট ভুলের ক্ষেত্রে ও সচেতন হওয়া খুব প্রয়োজন, কারণ ছোট একটা ছিদ্র ও বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে I
No comments