বাস্তবতা - পৃথিবী তুমি স্বপ্নময় মোহ
বাস্তবতা…
পৃথিবী তুমি স্বপ্নময় মোহ
তোমার বুকে কেহো স্বপ্ন দেখে-
কেহো ভালোবেসে স্বপ্ন সাজায়
কেহো হেরে যায়…
বাস্তবতার চরম নিষ্ঠুরতার কাছে
কেহো হারে ভাগ্যের পরিহাস
নির্মম পরিনতির কাছে।
পৃথিবী তুমি স্বপ্নময় মোহ
তোমার বুকে কেহো স্বপ্ন দেখে-
কেহো ভালোবেসে স্বপ্ন সাজায়
কেহো হেরে যায়…
বাস্তবতার চরম নিষ্ঠুরতার কাছে
কেহো হারে ভাগ্যের পরিহাস
নির্মম পরিনতির কাছে।
ব্যর্থতা…
জীবনে বার বার আসবে
উঠে দাঁড়াবে, আবার আসবে
হেরে যেও না…
হার মেনো না কখনো।
হতাশ হইও না
কে জানে…
ব্যর্থতাই হয়তো সফলতা হয়ে
তোমার জীবনে ফিরে আসবে
আসতেই হবে।
জীবনে বার বার আসবে
উঠে দাঁড়াবে, আবার আসবে
হেরে যেও না…
হার মেনো না কখনো।
হতাশ হইও না
কে জানে…
ব্যর্থতাই হয়তো সফলতা হয়ে
তোমার জীবনে ফিরে আসবে
আসতেই হবে।
মনে রেখো…
জীবন এর দু:খ, কষ্ট, ব্যর্থতার পর-
সুখ, শান্তি, আনন্দের হাতছানি
জীবন কে সুন্দর করে।
যেমন অন্ধকার রাতের
পর
স্নিগ্ধ, সোনালি আলোকময় সকাল আসে।
আসবে, আসতেই হবে।
হেরে যাওয়া ব্যর্থতাগুলা
সফলতা হয়ে তোমার জীবনে ধরা দিবে।
ধরা দিতেই হবে।
জীবন এর দু:খ, কষ্ট, ব্যর্থতার পর-
সুখ, শান্তি, আনন্দের হাতছানি
জীবন কে সুন্দর করে।
যেমন অন্ধকার রাতের
পর
স্নিগ্ধ, সোনালি আলোকময় সকাল আসে।
আসবে, আসতেই হবে।
হেরে যাওয়া ব্যর্থতাগুলা
সফলতা হয়ে তোমার জীবনে ধরা দিবে।
ধরা দিতেই হবে।
জীবন…
চলে জীবনের মতো
জীবন এর বাস্তবতা-
বড় কঠিন, নির্মম ও নিষ্ঠুর
অতিক্রম করে সামনে এগোতে হয়।
যে সহনশীল হতে পারে
সফলতা তার।
সহনশীল না হতে পারলে
জীবন টা খুবই কষ্টদায়ক
মর্মান্তিক ও দুঃখদায়ক হয়।
এর থেকে পরিত্রাণ নাই।
এটাই জীবন ও জীবনের বাস্তবতা।
চলে জীবনের মতো
জীবন এর বাস্তবতা-
বড় কঠিন, নির্মম ও নিষ্ঠুর
অতিক্রম করে সামনে এগোতে হয়।
যে সহনশীল হতে পারে
সফলতা তার।
সহনশীল না হতে পারলে
জীবন টা খুবই কষ্টদায়ক
মর্মান্তিক ও দুঃখদায়ক হয়।
এর থেকে পরিত্রাণ নাই।
এটাই জীবন ও জীবনের বাস্তবতা।
No comments